যশোরের ভৈরব নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী মাথাভাঙ্গা মজুমদারের বাড়ির পাশে ভৈরব নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও পরিচয় শনাক্তের কাজ করছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মাঠে কাজ করতে গিয়ে নদীর পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পায়। তার আনুমানিক বয়স ৫২ বছর হবে। এ সময় যশোর কোতোয়ালি মডেল থানার পুলিকে খবর দিলে তাদের একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: দিনাজপুরে রাস্তার পাশ থেকে ফেরিওয়ালার লাশ উদ্ধার
স্থানীয় এলাকাবাসী ধারণা করছেন, অজ্ঞতানামা ব্যক্তিকে পূর্ব শত্রুতার জের ধরে কেউ ১ থেকে ২ দিন আগে হত্যা করে ভৈরব নদীতে ফেলে রেখে গেছে। মৃত ব্যক্তির শরীরে খয়েরি রঙের একটি টি-শার্ট এবং পরনের লুঙ্গি ছিল। রিপোর্ট লেখা পর্যন্ত মৃতে ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের নাম পরিচয় শনাক্তে ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলমান রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: শেরপুরে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় কবিরাজের লাশ উদ্ধার