যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে ৩০ রাউন্ড গুলিসহ একটি রাইফেল জব্দের দাবি করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত যুবলীগকর্মী আলী হোসেন হত্যায় জড়িত নবাবের শ্বশুরবাড়ির পাশে একটি পরিত্যক্ত একতলা বিল্ডিংয়ের ভেতর থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানিয়েছেন, পুলিশ ওই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে গোপন সূত্রে জানতে পারে, নবাবের শ্বশুরবাড়ির পাশে আবু সফিয়ানের পরিত্যক্ত বাড়ির একটি ঘরে অস্ত্রগুলো রয়েছে। এরপর তারা অভিযান চালিয়ে একটি রাইফেল ও ৩০ রাউন্ড গুলি জব্দ করেছে।
মোহাম্মদ আলী হত্যার সঙ্গে অস্ত্রগুলোর সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আলী হোসেন হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।