রাঙামাটির বরকলে দুইজন ভারতীয় নাগরিকসহ সাতজনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার লঞ্চঘাট চেকপোস্ট ছোটহরিণা-রাঙামাটিগামী যাত্রীবাহী একটি স্পিডবোট থেকে তাদের আটক করেছে বিজিবির বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।
আটক ভারতীয় দুই নাগরিক হলেনসুরেশ চাকমা (৩৯) এবং অরংখান চাকমা (৩০)।
বিজিবি বরকল ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, ‘আটকদের কাছে কোনো ভিসা-পাসপোর্ট নেই। তারা অবৈধভাবে থেগামুখ এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা তাদের কাছে থাকা দুইটি ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি নগদ ২ লাখ ৬৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছি।’
উদ্ধার করা মোবাইল ফোনটি ভারতীয় নাগরিক সুরেশ চাকমার। তার কাছ থেকে তার ছবি সম্বলিত ভারতীয় নির্বাচন কমিশনের আইডি কার্ড ও তার নিজের আধার কার্ডের ছবি পাওয়া যায়। এছাড়াও ভারতীয় নাগরিকদের সহযোগী হিসেবে স্পিডবোটের চালকসহ পাঁচ বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিক এবং তাদের সহযোগী বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।