দাবি পূরণ না হলে রাজশাহী বিভাগের আট জেলায় ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন পরিবহন মালিকরা।
শনিবার নাটোরে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, ১১ দফা দাবিতে তাদের এই ধর্মঘট। যার মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন ২০১৮ বাতিল ও ৩০ নভেম্বরের মধ্যে মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা।
আরও পড়ুন: বরিশালের নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ