রাজশাহীর দুর্গাপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (৩১) মাড়িয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি যুবলীগ নেতা।
মঙ্গলবার রাতে রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক নেতা ওবায়দুর রহমানের ব্যানার টাঙ্গাতে গিয়ে তিনি এ হামলার শিকার হন।
আহত রাজ্জাককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ১০ কেজি হেরোইন জব্দ, গ্রেপ্তার ২
আহত রাজ্জাকের সঙ্গে থাকা চাঁন মিয়া ও আলামিন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তারা কয়েকজন মিলে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের একটি ব্যানার নিয়ে মাড়িয়া মৃধা পাড়ার তিন রাস্তার মাথায় যান।
এরপর রাজ্জাক একটি গাছে উঠে ব্যানার টাঙ্গানোর জন্য রশি বাঁধতে ব্যানারটি ঝুলিয়ে নিচে নেমে আসলে অতর্কিতভাবে ক্ষমতাসীন দলের সমর্থক মাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লায়নের নেতৃত্বে মজিবর, বেলালসহ কয়েকজন লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এ সময় তাদের লাঠির আঘাতে রাজ্জাকের ঘাড়ের নিচ থেকে হাত ভেঙে যায়।
তারা আরও বলেন, পরে তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপরে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, এমন ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
আরও পড়ুন: রাজশাহীতে জাতীয় পার্টির প্রার্থীর বাড়িতে পেট্রোলবোমা হামলা