রাজশাহীতে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। সোমবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার রানী সিং (৫২) ওই এলাকার নির্মল চন্দ্র সিং এর স্ত্রী।
আরও পড়ুন: সিরাজগঞ্জে হেরোইন জব্দ, নারীসহ গ্রেপ্তার ২
এর আগে রবিবার (৪ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার শ্রীমন্তপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল হেরোইন থাকার খবর পেয়ে অলকা রানীর বাড়িটি ঘেরাও করে। এ সময় অলকা পালানোর চেষ্টা করলে র্যাবের নারী সদস্যরা তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার বাড়ি থেকে দুই কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, ওই নারীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইন জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: র্যাব