লক্ষ্মীপুরে রামগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি মো. মহসীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম রায় দেন।
আরও পড়ুন: দুই মামলায় প্রতারক সিকদার লিটনের বিরুদ্ধে অভিযোগ গঠন
আদালত ও মামলা সূত্রে জানা যায়, আসামি মহসিনের সঙ্গে নিহত আনিছুর রহমান আজাদের ভাগিনা মো. রিয়াদ হোসেন টিটুর বিরোধ ছিল। ২০১৯ সালের ৮ জুলাই বিকালে মহসিন একটি ধারালো দা' নিয়ে টিটুর ওপর আক্রমণ করে। মামা আজাদ তাকে বাঁচাতে গেলে মহসিনের দায়ের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করে। পরের দিন নিহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় মহসিনকে আসামী করে একটি হত্যা মামলা করেন। একই বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানীর পর আদালত এ মামলার একমাত্র আসামি মহসিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
আরও পড়ুন: নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
জেলা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।