লক্ষ্মীপুরে এবার দুই আম ব্যবসায়ীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট করোনার ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার।
মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই দুই ব্যক্তি লক্ষ্মীপুরে আমের ব্যবসা করে আসছেন। গত কয়েকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে তারা আম নিয়ে আসেন। এরপর অসুস্থ হলে তাদের নমুনা নিলে করোনা পজেটিভ আসে। বর্তমানে তাদের দুজনের অবস্থায় খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া তাদের দুজনের নমুনা পরীক্ষার জন্য রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট(আইইসিসিআর) পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রামেক হাসপাতালের করোনায় ১২ মৃত্যু
স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ আরো বহুগুন বাড়ার আশঙ্কা করছেন জেলা স্বাস্থ্যবিভাগ। তাই সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্যবিভাগ এর এই কর্মকর্তা।
এ দিকে প্রতিনিয়ত জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০৭৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৮০ জন। এ পর্যন্ত করোনা শনাক্তের হার জেলায় প্রায় ১৭ শতাংশ।
আরও পড়ুন: মাগুরায় করোনা নিয়ন্ত্রণে লকডাউন শুরু