ময়মনসিংহের ত্রিশালে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে আট ঘণ্টা পর ভোর ৬টায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বগিটি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বালিপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রায়হান চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত সোয়া ২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
পরে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে জামালপুরগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির একটি বগির চারটি চাকা ঢাকা-ময়মনসিংহ লাইনের ত্রিশালের ধলা রেলস্টেশনে এলাকায় লাইনচ্যুত হয়। এতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ময়মনসিংহসহ একাধিক স্টেশনে আটকা পড়ে একাধিক ট্রেন।