আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এবার শরীয়তপুরে ১০২টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হবে। গত বছর ৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরিসংখ্যানে এবার বেড়েছে পূজামণ্ডপ।
শরীয়তপুরে বিভিন্ন স্থানে কারিগরদের রাত-দিন কাটছে প্রতিমার রঙের কাজে। শেষ সময়ে এসে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমাগুলো। আগামী কয়েক দিনের মধ্যে সব মণ্ডপে চলে যাবে প্রতিমা।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে যাবতীয় নিরাপত্তার প্রস্তুতি গ্রহণ করেছে শরীয়তপুরের প্রশাসন ও মণ্ডপ কমিটি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলায় ১০২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পালং উপজেলায় ৩৩টি, জাজিরায় ৫টি, নড়িয়া ৩৩টি, গোসাইরহাট ৮টি, ডামুড্যা ৬টি, ভেদরগঞ্জ ১৫টি ও সখিপুর ২টিতে দুর্গাপূজা হবে।
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী পালিত হবে শুক্রবার (১১ অক্টোবর)। মহানবমী পালিত হবে আগামী শনিবার (১২ অক্টোবর) ও আর বিজয়া দশমী পালিত হবে রবিবার (১৩ অক্টোবর)।