যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের একদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়নপুর গ্রাম সংলগ্ন বেতনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে তিনি নিখোঁজ হন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিহত নাসির মোল্লা (৪৮) বরিশালের কেউতা গ্রামের জয়নুদ্দীন মোল্লার ছেলে ও উপজেলার বৃত্তিবারিপোতা গ্রামের বাসিন্দা। নারায়নপুর বাজারে তিনি দীর্ঘদিন ধরে চালের ব্যবসায় করে আসছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে নাসির মোল্লা বেতনা নদী থেকে কচুরিপানা তোলার কাজ করছিলেন। কাজের কোনো এক সময় তিনি পানির নিচে তলিয়ে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যায় প্রশাসনসহ বেনাপোল ফাঁয়ার সার্ভিসের কর্মীরা নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে শনিবার সকালে ডুবে যাওয়া স্থান থেকে ১০০ গজ দূরে কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করতে সক্ষম হন।
আরও পড়ুন: সাভারে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বেনাপোল স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে সন্ধ্যায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজাখুঁজি করি। কিন্তু না পেয়ে বিষয়টি খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে অবহিত করলে শনিবার সকালে তাদের সমন্বয়ে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি পানিতে ডুবেই মারা গেছেন। হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।