শিক্ষার্থীদের টানা ২৯ দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম।
তিনি জানান, ‘ববি উপাচার্যকে অপসারণ করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রজ্ঞাপন আপলোড হবে।’
টানা ২৯ দিনের আন্দোলনের মুখে ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দিয়ে তার পূর্ববর্তী পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহাল করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে ববির ভারপ্রাপ্ত উপাচার্য পদের দায়িত্ব দেয়া হয়েছে।
আরও পড়ুন: উপাচার্যের অপসারণের দাবিতে এবার আমরণ অনশনে ববির শিক্ষার্থীরা
এদিকে, গতকাল (মঙ্গলবার) রাত ৯টার দিকে উপাচার্যের অপসারণের খবর ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এরপরই তারা ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন।
এর আগে, উপাচার্যের অপসারণের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ববি ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকে চরমে দুর্ভোগে পড়ের যাত্রীরা।
তার আগে, সোমবার (১২ মে) রাত থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ডাকা একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনে স্থবির ববির গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেন ১৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৫ জন মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন।
আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানিয়েছিলেন। এ ছাড়া, প্রশাসনিক দায়িত্ব থেকেও পদত্যাগ করেন ১১ শিক্ষক।