শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে রেদোয়ান হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ নবেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কুর্শা নয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রেদোয়ান হোসেন (৩) ময়মনসিংহের হালুয়াঘার থানা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাবা দেলোয়ার হোসেন ও মা লাকি আক্তার দু'জনেই গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টসে কাজ করেন। শিশুটি নানার বাড়ি নকলার কুর্শা নয়াবাড়ী এলাকায় নানা জালাল উদ্দিনের বাড়িতে থাকত।
মঙ্গলবার সকালে সবার অজান্তে শিশু রেদোয়ান বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে মারা যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পানিতে ডুবে রেদোয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।