শেরপুরে বন্যহাতির কবল থেকে খেতের ফসল রক্ষা করতে হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদের বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর আলী মিস্ত্রী (৫০) ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শেরপুরে বন্যহাতির আক্রমণে বৃদ্ধ কৃষকের মৃত্যু
স্থানীয় গ্রামবাসীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, কয়েকদিন ধরে সীমান্ত জনপদে বোরো ধান পাকতে শুরু করায় খাদ্যের সন্ধানে বন্যহাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে আসছে। এলাকার কৃষকরা তাদের খেতের ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছিলেন এবং ধান খেতে নামা বন্যহাতির দলকে তাড়িয়ে পাহাড়ে পাঠাচ্ছিলেন।
বৃহস্পতিবার দিনভর চৌকিদার টিলা ও সমেশ্চুড়াসহ আশপাশের পাহাড়ে বন্যহাতির দল বিচরণ করছিল। অন্যান্য দিনের মতো ওমর মিস্ত্রী বৃহস্পতিবার রাতে তার উঠতি বোরো ধানখেত পাহারা দিতে যান। তবে অন্যান্য রাতে আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও গতকাল রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধানখেতে অবস্থান করছিলেন।
এ অবস্থায় রাত প্রায় সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে হামলা চালায়। তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। কিছুক্ষণ পর এলাকাবাসী ওমর মিস্ত্রীকে দেখতে না পেরে ঘটনাস্থলে গেলে তার ছিন্নভিন্ন লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: শেরপুরে ফের বন্যহাতির মরদেহ উদ্ধার, পরিবেশবাদীদের উদ্বেগ