শেরপুর সদর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলচালক মজনু মিয়া (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা ইউনিয়নের বাঁশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই সাম্মি ডিলাক্স নামের বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ছয় যানবহনের সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনার পর থেকে শেরপুর-ঢাকা মহাসড়ক চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তারা।
শেরপুর সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।