শেরপুরে শ্রীবরদীতে বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি হেলপারসহ ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার ভায়াডাঙ্গা-কুরুয়া সড়কের কুরুয়া পশ্চিমপাড়া মাদরাসার পাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বড় পোড়াগড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ট্রলির হেলপার হামিদুল্লাহ (২৬) এবং পাশ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)।
আহতদের শেরপুর জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় ডুয়েট শিক্ষকসহ নিহত ২
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ট্রলিতে লাকড়ি নিয়ে শ্রীবরদীর ভায়াডাঙা হতে শেরপুর সদরে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মামনি পরিবহনের দুরপাল্লার বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
বাসের ধাক্কায় কাঠভর্তি ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে এবং যাত্রীবাহী বাসটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে।
ট্রলির হেলপার হামিদুল্লাহ ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে গোলাম ফারুক মারা যান।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।