শেরপুরে এক সেনা সদস্যকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে উত্তরার পলওয়েল মার্কেটের সামনে থেকে জামালপুর র্যাব-১৪ ও ঢাকার উত্তরার র্যাবের সিপিসি -২ এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
শনিবার(৬ এপ্রিল) দুপুরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে কিশোরী ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
র্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় ২০০৯ সালে সেনা সদস্য বটন কান্তি বড়ুয়াকে হত্যার দায়ে ২০১১ সালের ৩ অক্টোবর আদালত বাবুল মিয়াকে মৃত্যুদণ্ড দেয়। নিহত সেনা সদস্য চট্টগ্রামের কোতোয়ালি থানার আনোয়ারা এলাকার বাসিন্দা। তিনি ঢাকার মাটিকাটা ক্যান্টনমেন্ট এলাকায় সস্ত্রীক বসবাস করতেন।
মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত বাবুলের মাধ্যমে শ্রীবরদীতে কবিরাজের কাছে স্ত্রীর চিকিৎসা নিতে গিয়ে ওষুধের টাকা নিয়ে বিবাদের জেরে হত্যার শিকার হন বটন কান্তি। এমনকি ঘরের মেঝেতে লাশ পুতে গুম করতে সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হয়। ঘটনার ৪ দিন পর লাশ উদ্ধার করে র্যাব।
গ্রেপ্তার বাবুল মিয়া নিজের নাম পরিবর্তন করে রেখেছিলেন মোস্তফা কামাল নামে জাতীয় পরিচয়পত্রও সংগ্রহ করেছিলেন। তবে তিনি তার পুরোনো পেশা সবজির ব্যবসা করেই জীবিকা নির্বাহ করে আসছিলেন।
আরও পড়ুন: শরীয়তপুর স্কুলছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি ইউপি সদস্য গ্রেপ্তার