শ্রমিকদের বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ার ছয়টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে এসব কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকরা জানান, শ্রমিক বিক্ষোভের মুখে গেল বৃহস্পতিবার জামগড়ার আইডিএস গ্রুপের ফ্যাশান ফোরাম গার্মেন্টস অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পরে আজ সকালে ওই কারখানার শ্রমিকরা বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে অবরোধ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সেখানে উচ্চ ফ্যাশন, এফ এন এফ, টেরড ফ্যাশন ও প্রিটি গ্রুপে ইট-পাটকেল ছুড়লে আজকের মতো পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ ছাড়া শাহরিয়ার গার্মেন্ট কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিকরা সড়কে বিক্ষোভ করলে ওই কারখানাটিও আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান।