সাভারে নিজ মেয়েকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বুধবার (২০ আগস্ট) দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছ পুলিশ।
পুলিশ জানিয়েছে, শাবল দিয়ে পিটিয়ে নিজের মেয়েকে হত্যা করেছে গর্ভধারণী মা।
জানা যায়, দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাসায় ১৫ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তারকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে মা শাহানাজ বেগম। প্রতিবেশীরা জানান মা ও মেয়ের মধ্যে মোবাইল ফোনে কথা বলা নিয়ে প্রায়ই ঝগড়া হতো।
নিহত সামিয়া স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
মেয়েকে হত্যার অভিযোগে মা শাহানাজ বেগমকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।