সাভারে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, বিজিবি, ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় সংঘর্ষ শুরু হয়। বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের আশপাশে সংঘর্ষ চলছিল।
এদিন সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজ থেকে সাভার বাসস্ট্যান্ডের পাকিজা এলাকায় জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় শত শত শিক্ষার্থী।
আরও পড়ুন: মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ, পুলিশ বক্সে আগুন
পরে দুপুর সাড়ে ১২টার দিকে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে শান্তির পক্ষে স্লোগান নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মী-সমর্থকরা পাকিজা এলাকায় উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় পুলিশ প্রায় অর্ধশত টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া এসব টিয়ার শেষ ও রাবার বুলেটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। তাদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।