মাদক ব্যবসার অভিযোগের সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়াথেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি র্যাবের।
শনিবার (৬ এপ্রিল) র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব নদাবাস গ্রামের মাধব চন্দ্র দাস (২০), কালীগঞ্জ উপজেলার মৌজা শাখাদি পূর্বপাড়া গ্রামের মো. হাসিনুর রহমান (২৩) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া মো. মুনসুর আলম (৩৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সোয়া ২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার এলাকার আলট্রাকেয়ার ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের সামনে অভিযান চালায় র্যাব। সেখান থেকে মাধব চন্দ্র দাস ও হাসিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এদিকে প্রায় একই সময় উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মুনসুর আলমকে গ্রেপ্তার করা হয়।
এসময় তার কাছ থেকে ১৯২ পিস ইয়াবা উদ্ধারসহ ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।