সিরাজগঞ্জে গাঁজা বহন করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে র্যাব।
রবিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অ্যারিস্টোক্র্যাট হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১২।
গ্রেপ্তার আসামিরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দেউশপাড়া গ্রামের মো. স্বপন মিয়া (৫২), একই উপজেলার কলপাবাস গ্রামের মো. আবু তাহের (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের উজানীসার গ্রামের মো. ইব্রাহিম মিয়া (৩৬)।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খানের সেই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি ৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ নগদ ৪ হাজার ৪৬৫ টাকা, ১টি পিকআপ ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।