সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের দাবি হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে শ্বশুরবাড়ির লোকজন।
বুধবার (২৭ মার্চ) উপজেলার মাঝদক্ষিণা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
গৃহবধূ সাদিয়া ওরফে পাখি (২৭) ওই গ্রামের হোসাইনের আলীর স্ত্রী।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হোসাইনের সঙ্গে পাখির বিয়ের পর থেকে যৌতুকের মোটরসাইকেল নিয়ে তাদের মধ্যে ঝগড়া-কলহ চলছিল। বুধবার রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সাদিয়া নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ দেখা গেছে।
তবে গৃহবধূর স্বজনদের দাবি, পাখিকে হত্যার পর ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ রাতেই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা করা হয়েছে।