সিরাজগঞ্জ পৌর এলাকার সালেহা পাগলী নামে সেই ভিক্ষুকের ঘর থেকে আরও ১ বস্তা টাকা পাওয়া উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে টাকার বস্তাটি উদ্ধার করেন স্থানীয়রা।
সালেহা পাগলী’ মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন তিনি।
স্থানীয়রা জানান, প্রায় তিন যুগ ধরে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন সালেহা এবং সিরাজগঞ্জ কওমি জুট মিলের বারান্দায় একাই বসবাস করতেন। নিজের প্রয়োজনেও কখনো টাকা খরচ করতেন না।
এর আগে গেল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্থানীয়রা ওই একই স্থানে ২ বস্তা টাকা পেয়ে জনসম্মুখে ওইদিন সন্ধ্যা পর্যন্ত গণনা করে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকার হিসাব করেন। এরপর পুলিশের উপস্থিতিতে টাকাগুলো সালেহার মেয়ে স্বপ্না খাতুনকে দেওয়া হয়।
এদিকে, শনিবার সকালে উদ্ধার হওয়া সালেহার এক বস্তা টাকা গণনা করে সেখানে ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া গেছে।
ভিক্ষুক সালেহা বর্তমানে অসুস্থ হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আজকের উদ্ধার হওয়া টাকাও তার একমাত্র মেয়ে স্বপ্না খাতুনকে দিয়ে মায়ের চিকিৎসায় খরচ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু।