অপরদিকে, সিলেট বিভাগে শনিবার রাত পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৮, সুনামগঞ্জের ১৭ ও হবিগঞ্জের সাতজন। এই ৬৭ জনকে নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪১৩ জনে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৭৪১৩ জনের মধ্যে সিলেট জেলায় ৩৯৮২ জন, সুনামগঞ্জে ১৩৯৭ জন, হবিগঞ্জে ১১১৬ জন ও মৌলভীবাজার জেলায় ৯১৮ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৯৬ জন। এর মধ্যে সিলেটে ৭৯, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ২৬ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে সিলেটে ১৩, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ২১ ও মৌলভীবাজারে ১৩ জন রয়েছেন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১০০ জন। এর মধ্যে সিলেটে ৯৮২, সুনামগঞ্জে ১০৬২, হবিগঞ্জে ৫৬১ ও মৌলভীবাজারে ৪৯৫ জন।
এদিকে, সিলেট বিভাগে শনিবার একদিনে করোনা কেড়ে নিয়েছে পাঁচজনের প্রাণ। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই পাঁচজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা দাঁড়াল ১৩৫-এ। এর মধ্যে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১০ জন।