এরমধ্যে সিলেট জেলায় ১১৫ জন, সুনামগঞ্জে ১৭ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
বুধবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ২৭ জন, মৌলভীবাজারে ৩৫ জন রোগী শনাক্ত হন। তবে হবিগঞ্জে কেউ শনাক্ত হননি।
এ নিয়ে বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯১৭ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৪৪৯৩, সুনামগঞ্জে ১৬৭৩, হবিগঞ্জে ১২৯৬ এবং মৌলভীবাজারে ১১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সবশেষ বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ২৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৪৭, সুনামগঞ্জে ১১৭১, হবিগঞ্জে ৮৬৬, মৌলভীবাজারে ৬৯৫ জন রয়েছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৫৭ জন। এরমধ্যে ১৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।