সিলেট নগরীর বড়বাজার এলাকায় চারতলা একটি ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) ভোরে ওই এলাকার ৬ নম্বর বাসার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। তিনি গত এক মাস থেকে পরিবার নিয়ে ওই বাসায় বসবাস করতেন। ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাকে ভোর ৫টা ১২ মিনিটে বাসার ছাদ থেকে পড়ে যেতে দেখা যায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
নিহত আব্দুল আউয়াল সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মৃত মনফার আলীর ছেলে ও সিলেট নগরীর আলহামরা মার্কেটের আলিফ কালেকশন নামের একটি কাপড়ের দোকানের ব্যবসায়ী বলে জানা গেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজ উদ্দিন বলেন, ছাদ থেকে পড়ে মৃত্যুর খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি।
আরও পড়ুন: কালিয়ার স্কুলছাত্র তামজিদ হত্যা মামলায় ৫ আসামির খালাশ
তিনি বলেন, ধারণা করা হচ্ছে তিনি লাফ দিয়ে নিচে পড়ে মারা গেছেন। তবে আসল কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আব্দুল আউয়ালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে তার পরিবার, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে।