সিলেটের থানাগুলোতে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কার্যক্রমও চলমান রয়েছে।
এর আগে বুধবার (৭ আগস্ট) বিকালে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সিলেট মেট্রোপলিটন এলাকার ছয়টি থানায় দায়িত্বরত পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা জনগণকে সেবা দেওযার কার্যক্রম শুরু করেছেন।
এসএমপির উপকমিশনার (প্রসিকিউশন) বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, ‘পুলিশের দায়িত্বে ফিরে আসার খবরে সেবাপ্রার্থী লোকজনও থানাগুলোতে যাতায়াত শুরু করেছেন।’
এদিকে পুলিশ সদস্যরা যাতে দ্রুত তাদের কর্মস্থলে যোগ দিতে পারেন সেজন্য সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতা-কর্মী ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দিতে দেখা গেছে।
অপরদিকে, পুলিশ সদর দপ্তর থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হয়েছে।