টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে৷
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে সিলেট সেক্টর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) নিজস্ব নৌযানে বন্যায় পানিবন্দি মানুষদের উদ্ধার ও স্থানীয়দের সঙ্গে নিয়ে এলাকার বেড়িবাঁধ রক্ষার কাজ করছে।
পাশাপাশি, আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মাঝে দুপুরে রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি।
আরও পড়ুন: সিলেটে বন্যাকবলিতদের মাঝে খাবার বিতরণ করেছে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সেক্টর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী ও সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন।
এ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ জৈন্তাপুরের নিম্নাঞ্চলে নদীর পানি বৃদ্ধি পেয়ে হঠাৎ বন্যা সৃষ্টি হলে সকাল থেকে বিজিবি নিজস্ব নৌযানে প্রায় ২ শতাধিক পানিবন্দি মানুষকে উদ্ধার করেছে এবং স্থানীয়দের নিয়ে বেড়িবাঁধ রক্ষার কাজ করেছে।
তিনি আরও বলেন, বিজিবির পক্ষ থেকে বন্যায় আশ্রয়কেন্দ্রের মানুষদের জন্য দুপুরে ৪৫০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বন্যায় ৩ লাখ মানুষ পানিবন্দি, ডুবে গেছে সিলেট-তামাবিল মহাসড়ক