বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুক সিলেটে ব্র্যাকের একটি স্কুল পরিদর্শন করেছেন।
বুধবার (২৩ আগস্ট) সকালে সারাহ কুক তার মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো সিলেট সফর করেন এবং লাক্কাতুরা চা বাগানের পাশে লাক্কাতুরা ব্র্যাক স্কুল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা হাইকমিশনারের সঙ্গে ছিলেন।
এ সময় ব্র্যাকের পরিচালক (শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং অভিবাসন) সাফি রহমান খান, ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের প্রোগ্রাম হেডপ্রফুল্ল চন্দ্র বর্মনসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় হাইকমিশনার ব্র্যাক স্কুলের ক্লাস পর্যবেক্ষণ করেন এবং স্কুলে ফিরে আসার বিষয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলেন। মিসেস কুক শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে তার অভিমত প্রকাশ করেন এবং স্কুলের চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
সারাহ কুক তার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেয়েদের শিক্ষায় সহায়তা করতে পেরে গর্বিত।