সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধোপাগুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেলে ঢাকার একটি হাসপাতালে শিপু চক্রবর্তী নামের ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১৬ মে) রাতে ধোপাগুল এলাকায় দুর্ঘটনার শিকার হন শিপু।
নিহত শিপু চক্রবর্তী (৩০) গোয়াইনঘাট উপজেলার কামাইদ গ্রামের সুদর্শন চক্রবর্তীর ছেলে।
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত
শিপুর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে সিলেটের দিকে যাচ্ছিলেন শিপু ও তার এক বন্ধু। ধোপাগুল এলাকায় আসলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে শিপু ও তার চালক বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তারা জানান, আহত দুজনের মধ্যে শিপুর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আরও পড়ুন: সংস্কারের অভাবে রেললাইন ও সেতুতে ঘটছে দুর্ঘটনা
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, শনিবার রাতেই তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয় এবং রবিবার (১৯ মে) সকাল ১০টার দিকে বাড়িসংলগ্ন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।