নিহত মুন্না জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের ইয়াসির আলীর ছেলে।
সোমবার ভোর পৌনে ৪টার দিকে সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে পুলিশের সাথে গোলাগুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. লুৎফুর রহমান।
তিনি জানান, মুন্না মাদক, চোরাচালান, অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরকসহ ১২ মামলার আসামি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, রবিবার বিকালের দিকে মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি বসতঘরে ইয়াবা ও অস্ত্র থাকার তথ্য দেন। রাতে পুলিশ তাকে নিয়ে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে অজরগ্রামে পৌঁছার পর মুন্নার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এরপর ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মুন্নার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে সাতজন পুলিশ আহত হয়েছেন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি, ছয়টি ধারালো দা ও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পৃথক তিনটি মামলা রেকর্ড করা হবে বলে জানান ওসি আব্দুন নাসের।