প্রায় ছয় ঘণ্টা পর সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দুপুর ১২টার দিকে কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এতে দুই জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল হয়েছে।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি ভয়াবহ: সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন