চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি প্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই কমিটি করেছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক শিপন চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যসচিব করা হয়েছে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্তকে। আরেক সদস্য হলেন শ্রম পরিদর্শক (নিরাপত্তা) মো. শামীম হোসেন।
রবিবার ( ৫ জুন) দুপুরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত তদন্ত কমিটির গঠনের কথা জানান।
গঠিত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন পূর্বক তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে উল্লেখ করেন তিনি।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একই ঘটনার তদন্তে জেলা প্রশাসনের উদ্যোগেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে আগে মানুষের প্রাণ বাঁচানোর দিকে মনোযোগ দিচ্ছে প্রশাসন।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, 'মানুষের প্রাণ বাঁচানোর দিকেই এখন আমাদের সর্বোচ্চ মনোযোগ। আমরা আগে উদ্ধার অভিযান শেষ করি। এরপর সব পক্ষকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। পাশপাশি হতাহতদের আর্থিক সহায়তাও দেয়া হবে। কত টাকা করে দেয়া হবে সেটি শিগগির নির্ধারণ করা হবে।'
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপুতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৪৩
সীতাকুণ্ডে হতাহতদের সহায়তায় কোটি টাকা বরাদ্দ দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়