বন বিভাগের ধারণা, বাধ্যর্কজনিত কারণে কয়েকদিন আগেই বাঘটি মারা গেছে। বাঘের উদ্ধারকৃত দেহ থেকে পচাদুর্গন্ধ ছড়াচ্ছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বন বিভাগের সদস্যরা সুন্দরবনে নিয়মিত টহল দেয়ার সময় বেলা ১১টার দিকে সুন্দরবনের ককিলমুনি ক্যাম্পের কাছে কবর খালী খালের চরে একটি বাঘের অর্ধেক মৃতদেহ দেখতে পায়। তারা বাঘের ওই মৃতদেহ উদ্ধার করে ককিলমুনি ক্যাম্পে নিয়ে যায়।
ময়নাতদন্ত বা তদন্ত কমিটি গঠনের প্রয়োজন নেই উল্লেখ করে বেলায়েত হোসেন বলেন, বাধ্যর্কজনিত কারণে মারা যাওয়া বাঘটির পেছনের অর্ধেক অংশ কুমির খেয়ে ফেলেছে। অর্ধগলিত এ বাঘটিকে মাটিচাপা দেয়া হবে বলে জানান তিনি।
এর আগে, ২০১৯ সালের ২১ আগস্ট সুন্দরবন থেকে মৃত অবস্থায় আরেকটি রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করা হয়েছিল।
বন বিভাগের তথ্য মতে, ২০০১ সাল থেকে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনে নানা কারণে ২২টি বাঘের মৃত্যু হয়েছে। সর্বশেষ জরিপ অনুসারে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা দু’টি কমে এখন ১১২টিতে দাঁড়িয়েছে।