সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া এবং একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু
অন্যদিকে একই দিনে জামালগঞ্জ উপজেলায় আরেক দফা বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের সামনে নয়া হাওরে এ ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে শরীফ মিয়া (৪০)।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে আব্দুল লতিফ মাছ ধরতে গ্রামের সামনে নয়া হাওরে গেলে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। এ সময় ঘটনাস্থলেই বজ্রপাতে তার মৃত্যু হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, নারী-শিশুসহ আহত ৯