নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার তল্লা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— হারুন অর রশিদ, রুনা আক্তার ও মিম।
এদের মধ্যে রুনা আক্তারকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ: স্ত্রী-সন্তানের পর চলে গেলেন স্বামীও
তিনি বলেন, ‘দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের নিয়ে আসা হয়। তাদের মধ্যে রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ, হারুন অর রশিদ ও মিমের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমাদের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গ্যাসের লাইনে লিকেজন থাকায় চুলা জ্বালাতেই আগুন ধরে যায়। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বিস্তারিত বলা যাবে।’