হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল সোবহান (৬২) নামে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সদর উপজেলার বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানান, বামকান্দি গ্রামের ওয়াহিদুজ্জামান এবং রফিক মিয়ার মধ্যে বুধবার রাতে স্থানীয় একটি মোকামে উরস চলাকালে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সালিশ বৈঠক বসে।
সালিশে দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আব্দুস সোবহান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাগবিতণ্ডার জেরে খুন হওয়ার কথা নিশ্চিত করে জানান পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে কৃষক খুন
প্রতিপক্ষের মারধর: মাদরাসা সভাপতির মৃত্যু, বাবা-ছেলে গ্রেপ্তার