রবিবার এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. শাহীনা আক্তার।
উপজেলার ডিলার আতাউর রহমান এবং আবুল ফজলের গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাহীনা আক্তার জানান, ওই উপজেলার বুল্লা বাজারের ডিলার আতাউর রহমান ২৩২ বস্তা এবং তেঘরিয়া বাজারের ডিলার আবুল ফজল ৬৮ বস্তা ১০ টাকা কেজি দরের সরকারি চাল গুদামে মজুদ করে রেখেছিলেন। খবর পেয়ে পুলিশের সহায়তায় গুদামগুলোতে এ অভিযান চালিয়ে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ইউএনও আরও বলেন, জব্দ করা চালের মেয়াদ ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত। ওই সময়ের মধ্যে চাল বিক্রি না হলে তা সরকারি গুদামে ফেরত দেয়ার কথা। কিন্তু ডিলাররা সরকারি গুদামে ফেরত না দিয়ে সেগুলো নিজেদের হেফাজতে মজুদ করে রেখেছিলেন।