চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় দুই শিক্ষার্থী।
সোমবার সকালে সাড়ে ৯টায় উপজেলা সদরের চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের আলীগঞ্জ মজুমদার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন (৪০) শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের রকিব উদ্দিন শেখের বাড়ির সিরাজুল হকের ছেলে।
আহত শিক্ষার্থী হলেন- ফেরদৌস আক্তার ও কানিজ ফাতেমা আনিকা। তারা দু’জনই হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী।
আরও পড়ুন: ঢাকায় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদের লাশ নাটোরে পৌঁছেছে
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নাঈম ইউএনবিকে জানান, সিএনজিচালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে ফেরদৌস আক্তারকে ঢাকায় পঙ্গু হাসপাতালের পাঠানো হয় এবং কানিজ ফাতেমা আনিকাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রামেক হাসপাতালের চিকিৎসক গোলাম কাজেম নিহত