মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
এছাড়া বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা-নামাসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। শুধু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসায় এই দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, আজ (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই বন্দর দিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বন্দরের সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
আরও পড়ুন: জন্মাষ্টমীতে বন্ধ হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম মন্ডল জানান, তাৎপর্যপূর্ণ দিনটি উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। কাল মঙ্গলবার থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান জানান, অন্যান্য দিনের মতো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শুধু আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ। এই চেকপোস্ট দিয়ে সপ্তাহের সাত দিনই বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা পারাপার করতে পারেন।
এদিকে হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের একটি সূত্র জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরের অভ্যন্তরে সব কার্যক্রম বন্ধ রয়েছে। কাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি লোড-আনলোড কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: এমপক্স প্রতিরোধে কোনো ব্যবস্থা নেই হিলি স্থলবন্দরে