জেলার বাৎসরিক পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
জেলা পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, জেলায় ২৭টি হত্যাকাণ্ডের মধ্যে মাগুরা সদরে সর্বাধিক ১২ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর পরেই রয়েছে মহম্মদপুর উপজেলা। সেখানে আট হত্যাকাণ্ড ঘটেছে। তৃতীয় অবস্থানে রয়েছে শ্রীপুর উপজেলা। এ উপজেলায় চার এবং শালিখা উপজেলায় তিন, যা সব থেকে কম হত্যাকাণ্ড ঘটেছে।
আরও পড়ুন: ফিরে দেখা ২০২০: রোহিঙ্গাদের জন্য যন্ত্রণার আরও এক বছর
ধর্ষণের মধ্যে উল্যেখযোগ্য ছিলো গত ২২ নভেম্বর শনিবারের ঘটনা। সে রাতে মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামে স্বামীকে গাছের সাথে বেধেঁ স্ত্রীকে গণধষর্ণের ঘটনা ঘটে।
এ ঘটনায় পরদিন মাগুরা সদর থানায় মামলা করেন ভুক্তভোগী পঞ্চাশ বছর বয়সী ওই নারী।
আরও পড়ুন: ২০২০ সালে বিশ্ব হারিয়েছে যাদের
মামলার বিবরণীতে জানা গেছে, প্রায় ২০ দিন পূর্বে মাগুরা সদরের জাগলা গ্রামে আসে তারা। দিনমজুর হিসেবে তারা স্বামী-স্ত্রী অন্যের জমিতে ধান সংগ্রহের কাজ কর ছিল। তারা স্বামী স্ত্রী জাগলা মাঠেই তাবু খাটিয়ে বসবাস করছিল। ওই রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পাঁচজনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতকারী তার গলায় অস্ত্র ঠেকিয়ে একটি গাছের সাথে বেধেঁ রাখে এবং তার স্ত্রীকে জোর করে ধরে পার্শ্ববর্তী একটি পুকুরের কাছে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে কাউকে কিছু বললে প্রাণে মারার হুমকি দিয়ে এবং তার কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আরও পড়ুন: মহামারির বছর ২০২০: বছরজুড়ে আলোচিত যত ঘটনা
এদিকে, জেলায় ২৫৯টি অপমৃত্যুর ঘটনার মধ্যে ঘটনা বহুল ছিলো জেলার মহম্মদপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ১ জানুয়ারি দুই ছাত্রীর আত্মহত্যার ঘটনা। উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের জিয়া রহমান মোল্যার মেয়ে সুমাইয়া খাতুন (১৩)।
এছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে আত্মহত্যা করে একই উপজেলার খলিশাখালী গ্রামের গোলাম রব্বানীর মেয়ে নাজমা আক্তার (১৩)।
আরও পড়ুন: ফিরে দেখা ২০২০: মহামারির বছরে যাদের হারাল বাংলাদেশ
তাছাড়া জেল সদরে বিয়ের তিন মাস পরে যৌতুকের বলি হতে হয় জান্নাতুল ফেরদৌস তমা (১৮) নামের এক গৃহবধূকে। গত ১৭ ডিসেম্বর সকালে সদর উপজেলার রামনগর গ্রামের টিপু মোল্যার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তমার স্বামী নাঈম একটি মোটরসাইকেল দাবি করেছিলো। যেটি দিতে দেরি হওয়াই তাকে হত্যা করা হয় বলে জানান, নিহত তমার বাবা রাশেদুল ইসলাম। যে ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়।
আরও পড়ুন: মহামারির বছর ২০২০: দেশজুড়ে আলোচিত যত ঘটনা
জেলায় সংঘটিত ২৭ হত্যাকাণ্ডের মধ্যে ১৫টি মামলার তদন্ত শেষে মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ১২টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জেলা পুলিশ সূত্র জানা গেছে।