কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, গত এপ্রিল থেকে এ পর্যন্ত কুমেক হাসপাতালে করোনা পজিটিভ ১৪ জন এবং উপসর্গ নিয়ে ৯৫ জন, মোট ১০৯ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে করোনা পজিটিভ নিয়ে ৪২ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৭২ জন এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কুমিল্লা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৭ হাজার ৭২৮ জনের। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফলাফল পাওয়া গেছে ১৫ হাজার ৯৫০ জনের।
সিভিল সার্জন অফিসের রিপোর্ট অনুসারে জেলায় সর্বমোট করোনা পজিটিভ ২৯৯৪ জন। বৃহস্পতিবার আরও ১৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯১ জন।
এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৯৯টি।
দেশে নতুন করে আরও ৩৯৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৬০৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১. ৯২ শতাংশ। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৬২১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮ শতাংশ।
করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯৫ জন। সুস্থতার হার ৪০.৬৭ শতাংশ।