স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চারজন নতুন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। তাদের মধ্যে রাজধানীতে ভর্তি আছেন ১৫ জন।
এ বছর ১৭২ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর মধ্যে ১৫৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
ডেঙ্গু জ্বর এক ধরনের মশাবাহিত ভাইরাল ফ্লু। এর প্রভাবে সাধারণত প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, পেশী এবং জয়েন্টে ব্যথা এবং ত্বকে ফুসকুড়িসহ মারাত্মক কিছু লক্ষণ দেখা দেয়।