ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়। এছাড়াও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও পাঁচ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির চৌধুরী জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ৩টায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়।
‘এতে চ্যানেলের বিকন বাতিসহ নৌচ্যানেল অস্পষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে শাহ আলী ও কৃষাণী নামে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে। সকাল সাড়ে ৯টায় ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় ফেরি চলাচল আবারও শুরু হয়।’
এছাড়া ভোর সাড়ে ৪টায় ঘন কুয়াশার তীব্রতায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে বনলতা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বাইগার নামে তিনটি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে মোট ৮টি ফেরি আটকে রাখা হয়।
আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে পড়ে। এদের মধ্যে বেশিরভাগ পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস। কুয়াশা কেটে যাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে বলেও জানান নাসির চৌধুরী।