বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে চলন্ত ট্রাকে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী তরুণীকে (২০) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: রাজধানীতে অপহরণের পর নারীকে ধর্ষণের অভিযোগ
গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া জেলা সদরের আসকোলা মনসুর আলীর ছেলে ট্রাকচালক সোহেল রানা (৩২) এবং শিবগঞ্জ উপজেলার সোবাহানপুর গ্রামের মো. জহুরুল শেখের ছেলে হেলপার মো. আব্দুল ওয়াহাব সেখ (২৮)।
আরও পড়ুন: চট্টগ্রামে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা গ্রামের মানসিক প্রতিবন্ধী তরুণী রবিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। গাজীপুরের চন্দ্রা এলাকার লোকজন প্রতিবন্ধী ওই তরুণীকে পেয়ে মঙ্গলবার দুপুরে একটি মালভর্তি ট্রাকে আরও দুজন যাত্রীসহ তুলে দেয় এবং চান্দাইকোনা নামিয়ে দেয়ার অনুরোধ জানায়।
আরও পড়ুন: চাঁদপুরে ২বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
তিনি আরও জানান, ট্রাকটি টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় পৌঁছার পর চালক ও হেলপার গাড়ীর যান্ত্রিক ত্রুটির কথা বলে ওই দুই যাত্রীকে চা পান করে আসতে বলে। এসময় তাদের সন্দেহ হলে ট্রাকের কেবিনে ধর্ষণের দৃশ্য দেখে ফেলায় তাদের না নিয়েই চালক ট্রাক নিয়ে চলে যায়।
পরে ওই দুই যাত্রী ৯৯৯ নাম্বরে ফোন দিয়ে ঘটনা জানিয়ে দেয়ার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে ট্রাকটিকে আটক করার চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ। পরে কড্ডার মোড় এলাকায় বেরিকেড দিয়ে ট্রাকটিকে আটক করা হয়। এসময় ট্রাকের কেবিন থেকে ওই তরুণীকে উদ্ধার ও চালককে গ্রেপ্তার করা হয়।
মানসিক প্রতিবন্ধী ওই তরুণী ধর্ষণের কথা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ওসি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।