মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার গায়েবানা জানাজা আদায় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসসের (বাগছাস) ইফতার শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা আছিয়াসহ ভুক্তভোগী অন্যান্যদের জন্য ন্যায়বিচারের দাবি জানান। সেইসঙ্গে ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিতের আশা ব্যক্ত করেন।
এসময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘শুধু আছিয়াই নয় বরং তার মতো আমাদের আরও অনেক বোন এমন ঘটনার শিকার হয়েছে। এটা নিছক কোনো ঘটনা নয়। হাসিনার আমলে এমন ঘটনা ছিলো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এসব ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।’
এ সময় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘আছিয়ার এই ঘটনার পিছনে দায়ী আমাদের সমাজ ব্যবস্থা। এর দায় আমাদেরও নিতে হবে। আছিয়ার মৃত্যুর ঘটনা সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে। আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেইসঙ্গে এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডে আমাদের যেন কখনই অংশগ্রহণ না ঘটে সে ব্যাপারে সতর্ক দৃষ্টি দিতে হবে।’
আরও পড়ুন: মাগুরায় ধর্ষণে মারা যাওয়া শিশুটির দাফন সম্পন্ন, প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন
গায়েবানা জানাজায় উপচার্য ছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রক্টর এ.কে.এম রাশিদুল আলমসহ অন্যান্যরা।
উল্লেখ্য, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ ধর্ষণের শিকার শিশু আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) বৃহস্পতিবার (১৩ মার্চ) মারা যায়। তাকে মাগুরার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।