সোমবার সকালে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে চাকরি স্থায়ীকরণ ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচির শুরু করেন কর্মচারীরা।
কর্মচারী ঐক্য পরিষদের সদস্য বাবুল বলেন, ‘বিদ্যুৎতের কাজ করতে গিয়ে হাত হারালাম তবুও চাকরি স্থায়ীকরণ হলো না ‘মিটার রিডিং ও বিল পৌঁছানোর জন্য যে পরিমাণ টাকা কর্মচারীদের দেয়া হয়, তা খুবই নগণ্য।’
আরও পড়ুন: চিনিকল বন্ধের প্রতিবাদে চুয়াডাঙ্গায় শ্রমিকদের কর্মবিরতি
চাকরি স্থায়ীকরণ হবে এ আশায় গত ১৫ বছর ধরে পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মৌখিকভাবে নিয়োগ দেয়া হয়েছে। কোনো কাগজপত্রও দেয়া হয়নি। চাকরির বয়সও শেষ হয়ে গেছে। এখন নতুন কোনো চাকরিতে যোগদানের উপায়ও নেই।’
চাকরি স্থায়ীকরণের দাবিতে বহুবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) লিমিটেডসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করেছি। কিন্তু কর্মকর্তারা একাধিকবার আশ্বাস দিলেও তার কোনো বাস্তবায়ন হয়নি।
আরও পড়ুন: ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত
পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এরশাদুল হকের নেতৃত্বে নেসকো অফিসের সামনে বসে আন্দোলনের ডাক দেন কর্মচারীরা।
এতে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি এরশাদুল হক, সদস্য শাহিনুর আলম খোকন, মনিরুল ইসলাম বালুল আকতার, ইউসুফ আলী, নির্রমল কুমার রায়, মুকুল প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে কেরু চিনিকল শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ