ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ রবিবার এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. মোজাম্মেল হক বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মারাধার গ্রামের মৃত মাহবুল হোসেনের ছেলে।
আরও পড়ুন: প্রধান শিক্ষক হত্যা: ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবনসহ ৪ জনের মৃত্যুদণ্ড
মামলার বিবরণ, ২০২০ সালের ১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে মাদক ব্যবসায়ী মো. মোজাম্মেল হক ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের মেসার্স হানিফ ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে থেকে ফেনসিডিল নিয়ে নৈশকোচে যোগে ঢাকা উদ্দেশ্যে রওনা দেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম মোজাম্মেল হককে আটক করে এবং তার দেহ তল্লাশি করে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করেন। আদালতে আসামির জবানবন্দি গ্রহণ করে এবং পরে তার জামিন মঞ্জুর করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ‘মাদক’ মামলায় একজনের যাবজ্জীবন
মামলা চলাকালিন আসামি আদালতে উপস্থিত না হয়ে দীর্ঘদিন পলাতক রয়েছেন। আদালত ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের আসামি মোজাম্মেল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।