শিক্ষার্থীদের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুর ১২টা থেকে শিক্ষার্থীরা শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে জড়ো হতে থাকেন।
এরপর আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে এগিয়ে যেতে থাকেন। দুপুর সাড়ে ১২টায় এসপি অফিস মোড়ে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ।
এসময় উত্তেজনা বাড়লে পুলিশ আন্দোলনকারীদের ওপর মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ধর্মতলা মোড়ে গিয়ে যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর আবারও পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে এ সময় কাউকে আটক করা বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, সার্বিক পরিবেশ পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকার ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।